টাঙ্গাইলের ভূঞাপুরে ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর উঠে পড়লে চাপা পড়ে ওমেছা (৫৫) নামক এক গৃহকর্মীর মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোরে উপজেলার পৌর এলাকার টেপিবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনা স্থলে ভূঞাপুর ফায়ার সার্ভিসের একটি দল দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, সিলেট থেকে পাথরবোঝাই একটি ট্রাক তারাকান্দির উদ্দেশে যাচ্ছিল। এখানে এসে ড্রাইভার ঘুমিয়ে যাওয়ায় রাস্তার পাশে কদ্দুস মিয়ার বাড়িতে পড়ে উল্টে যায়। এ সময় কদ্দুস মিয়া নামাজ পড়তে মসজিদে গিয়েছিল তার স্ত্রী ওমেছা বেগম সেহরি খেয়ে নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে।
পরিবার ও স্থানীয়রা জানান, ফজরের নামাজ আদায় করে রমেচা বেগম ঘুমিয়ে পড়েন এবং তার স্বামী কদ্দুস নামাজ পড়তে মসজিদে চলে যান। এর মধ্যেই হঠাৎ জামালপুরগামী পাথরবোঝাই এক ট্রাক বাড়িতে ঢুকে গেলে ওই নারীর ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ট্রাকচালককে আটকে রাখে। খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে।
উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. স্বপন মিয়া জানান, খবর পেয়ে ঘটনা স্থলে এসে দেড় ঘণ্টা চেষ্টা করে মৃতদেহটি ট্রাকের নিচ থেকে উদ্ধার করা হয়।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম জানান, দুর্ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
কেকে/এএস