টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ ও দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে উপজেলার গোবিন্দাসী বাজারে বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী শাখা কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় ঘোষিত গণসংযোগ ও দাওয়াতি পথসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়েত ইসলামী গোবিন্দাসী ইউনিয়নের আমির মাওলানা মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসের সুরা অন্যতম সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামের টাঙ্গাইল জেলা শাখার আমির আহসান হাবীব মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী হুমায়ন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মো. আবদুল্লাহ আল মামুন, টাঙ্গাইল জেলার কর্মপরিষদের সদস্য মাওলানা মো. আব্দুস সালাম, উপজেলার সেক্রেটারি মাওলানা মো. নজরুল ইসলাম, সাবেক উপজেলা আমির মো. রবিউল আলম, উপজেলা পৌরসভার আমির মো. শাহজাহান সরকার, নিকরাইল ইনিয়নের আমির মাও মো. কামরুজ্জামানসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, গত ১৬ বছরে দেশের মানুষ তাদের সব অধিকার থেকে বঞ্চিত ছিলেন। বিগত দিনে ফ্যাসিবাদী সরকার অনেক টাকা বিদেশে পাচার করেছে এবং মানুষের ওপর অনেক অত্যাচার- নির্যাতন করেছে। কারণ তারা আখেরাতকে ভয় করত না।
এখন আমাদের এমন লোককে নির্বাচন করতে হবে যারা আল্লাহ ভীরু আখেরাতকে ভয় করে আগামী দিনে সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে জমিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য সবাই দাঁড়ি-পাল্লা মার্কায় ভোট দিব ইনশাল্লাহ। জামায়াতের গণসংযোগ পক্ষের প্রচারণায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ করা যায়।
কেকে/এএস