মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাচগাও ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক মিটারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও ইউপি চেয়ারম্যান কে গুলি করে হত্যার হুমকি দিয়ে দেয়ালে পোস্টার টানানোর ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তা কেউ বলতে পারছেন না। এ ঘটনার পর থেকেই পুরো ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
বুধবার (১৬ এপ্রিল) রাতে পাচগাও ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক মিটারে কাপড় পেঁচিয়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। সরেজমিনে গিয়ে এ তথ্য জানা গেছে।
পরে মিটার থেকে কাপড় নিচে পড়ে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। এর আগেও এই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক বেপারিকে গুলি করে হত্যার হুমকি দিয়ে দেয়ালে দেয়ালে পোস্টার টানিয়ে দেয় দুর্বৃত্তরা।
এ বিষয়ে পাচগাও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক বেপারি বলেন, বুধবার (১৬ এপ্রিল) সকালে ইউপি সচিব ফোন দিয়ে বলেন পরিষদের মিটারে কে বা কারা জানি আগুন লাগিয়েছে। পরে তাৎক্ষণিক পরিষদে এসে মিটারের চারপাশ পুড়ে যাওয়ার আলামত পাই।
পরে বিষয়টি ইউএনওকে জানাই। পরে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শনে আসেন। তিনি আরো বলেন, এর আগেও আমাকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়ে দেয়ালে দেয়ালে পোস্টার টানিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে বিষয়টি ইউএনওকে জানিয়েছি এবং থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। কে বা কারা এই কাজগুলো করছে সে সম্পর্কে আমরা এখনো কিছুই বলতে পারছি না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান জানান, ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক মিটারে আগুন ও চেয়ারম্যানকে হত্যার হুমকির বিষয়টি আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানালে আমি চেয়ারম্যানকে থানায় একটি সাধারণ ডায়েরি করার পরামর্শ দিই। আর নিরাপত্তার কথা চিন্তা করে ইউনিয়ন পরিষদে সিসি ক্যামেরা স্থাপন করার নির্দেশ দিই।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলমান আছে।
কেকে/এএস