ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাজা কমলো মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
🕐 ৫:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ০৩, ২০২৪

সাজা কমলো মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সাজা কমিয়ে দেওয়া হয়েছে। দেশটির শাস্তি মওকুফ বোর্ড (পারডনস বোর্ড) গতকাল শুক্রবার এ সিদ্ধান্ত নেয়। খবর রয়টার্সের

জনগণের কয়েক শ কোটি ডলার অপব্যবহারের দায়ে ২০২২ সালে নাজিবকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আলোচিত এ মামলা ‘১ এমডিবি আর্থিক কেলেঙ্কারি’ নামে পরিচিত।

মালোশিয়ার শাস্তি মওকুফ বোর্ড এক বিবৃতিতে জানায়, ‘মতামত ও পরামর্শের’ ভিত্তিতে নাজিবের সাজা কমানো ও জরিমানা মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার সাজা ৬ বছর কমানো হয়েছে।

বোর্ড জানায়, সাজা কমানোর ফলে নাজিব রাজাককে ২০২৮ সালে মুক্তি দেওয়া হবে এবং তার জরিমানা ৫০ মিলিয়ন রিঙ্গিত (১০ লাখ ৬ হাজার ডলার) করা হয়েছে। যদি তিনি জরিমানার অর্থ পরিশোধ করতে না পারেন তাহলে তার কারাবাস আরও এক বছর বাড়ানো হবে।

এ ব্যাপারে রাজাকের কোনো আইনজীবী ও সরকারি কর্মকর্তাদের তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি।

তবে অস্ট্রেলিয়ার তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ের এশিয়ান স্টাডিসের অধ্যাপক জেমস চিন বলেন, নাজিবের সাজা কমানোর মধ্য দিয়ে এটাই প্রমাণিত হলো মালোশিয়ায় দুটি নিয়ম আছে—একটি ক্ষমতাবান অভিজাতদের জন্য আরেকটি সাধারণ মানুষের জন্য।

 
Electronic Paper