ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

১.৫ মিলিয়ন ডলারের বিনিয়োগ পেল আপন বাজার

রাহুল রাজ
🕐 ৬:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৪

১.৫ মিলিয়ন ডলারের বিনিয়োগ পেল আপন বাজার

১.৫ মিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ পেয়েছে দেশি প্রতিষ্ঠান ‘আপন বাজার’। যুক্তরাষ্ট্রভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ‘ভিলেজ ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট’সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তি এই পরিমাণ অর্থ আপন বাজারে বিনিয়োগ করেছে। সম্প্রতি (৭ ফেব্রুয়ারী) গুলশান ক্লাবে আনুষ্ঠানিকভাবে এই বিনিয়োগের ঘোষণা দেয় আপন বাজার। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আগামী ৫ বছরে আমাদের লক্ষ্য হবে আইসিটি খাতে বিনিয়োগ বাড়ানো, রপ্তানি আয় বাড়ানো এবং স্মার্ট কর্মসংস্থান সৃষ্টি করা। রপ্তানি আয় ২০২৮ সালের মধ্যে ৫ বিলিয়নে নিতে চাই। আইটি খাতে ১ বিলিয়ন ডলারের বেশি আনব। নতুন করে ১০ লাখ কর্মসংস্থান তৈরি করব। আপন বাজারের মাধ্যমে বিনিয়োগ আকৃষ্টের ১ হাজার ভাগের ১ ভাগ অর্জিত হয়েছে। আরও খোঁজখবর করছি কীভাবে বিদেশি বিনিয়োগ আনা যায়। এভাবে প্রতিদিন লক্ষ্যে এগিয়ে যাব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিজিএমইএ সভাপতি ফারুক হোসেন বলেন, আপন বাজার যেভাবে শ্রমিকদের জন্য ন্যায্যমূল্যে পণ্য দিচ্ছে, সেই উদ্যোগ আরও বড় হবে বলে আশা করছি। এখন যে কয়টা কারখানায় তারা পণ্য সরবরাহ করছে, সেই সংখ্যা আরও বাড়বে। একসময় এটি কারখানার বাইরে বিভিন্ন এলাকাতেও হবে বলে আশা রাখি। আপন বাজারের প্রধান নির্বাহী সাইফ রশিদ বলেন, এই বিনিয়োগ আমাদের লক্ষ্য এবং বাংলাদেশের শিল্প শ্রমিকদের জন্য আর্থিক অন্তর্ভুক্তি আরও উন্নত করার প্রত্যয়ে আমাদের আরও শক্তিশালী করে। এই বিনিয়োগে বাংলাদেশে এক বিপ্লবী আর্থিক ইকোসিস্টেম তৈরিতে পরিবর্তন আনতে এবং প্রযুক্তির শক্তির সাক্ষী। প্রসঙ্গত, আপন বাজার নিম্ন আয়ের শ্রমিক বিশেষ করে নারীদের স্বাস্থ্য ও অর্থনৈতিক কল্যাণে কাজ করছে। বিভিন্ন শিল্পকারখানায় আপন বাজারের দোকান থেকে শ্রমিকরা গ্রসারি পণ্যের কেনাকাটায় বিভিন্ন সুবিধা উপভোগ করেন।

 
Electronic Paper