ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মাধবপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

মো. আমিনুল ইসলাম পাঠান, মাধবপুর (হবিগঞ্জ)
🕐 ২:৩০ অপরাহ্ণ, মে ২১, ২০২৪

মাধবপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে অংশগ্রহণকারী ১৩ জন প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক ঘোষণা করা হ‌য়েছে।

গতকাল সোমবার (২০ মে) হবিগঞ্জ জেলা পরিষদে সভা কক্ষে জেলা প্রশাসক মোছা. জিলুফা আক্তারেরর উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা সকল প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ করেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী সৈয়দ মোহাম্মদ শাহজাহান পেয়েছেন (ঘোড়া প্রতীক), জাকির হোসেন চৌধুরী অসিম (আনারস প্রতীক) ও সৈয়দ শাহ হাবিব উল্লাহ সুচন পেয়েছেন (শালিক পাখি প্রতীক) ।

ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. এরশাদ আলী পেয়েছেন (বই), আব্দুল আজিজ (চশমা), আসাদুজ্জামান (টিয়া পাখি), ধীরা নায়েক (মাইক), সৈয়দ সামছুল আরেফীন (তালা)ও মো. সোলাইমান (টিউবওয়েল)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছমা আক্তার চৌধুরী পেয়েছেন (সেলাই মেশিন), ফাতেমা তুজ জোহরা (পদ্মফুল), মোছা. জাহানারা বেগম শেলী (ফুটবল) ও সেলিনা আক্তার (কলস)।

এদিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল লায়েশ দুলাল জানান, ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত মাধবপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৭৬৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ৫৩৮ জন ও মহিলা ভোটার ১ লাখ ৩৩ হাজার ২২৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১ জন। মোট ৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 
Electronic Paper