ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সালথার অগ্নিকাণ্ডে ৩২ লাখ টাকার ক্ষতি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
🕐 ২:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৪

সালথার অগ্নিকাণ্ডে ৩২ লাখ টাকার ক্ষতি

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বুধবার দিবাগত রাত ২ টার দিকে মাঝারদিয়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে সালথা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনিছুর রহমান বালী অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

এ সময় ইউএনও বলেন, মাঝারদিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও বাজারের নৈশপ্রহরীদের তথ্যমতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকাণ্ডে ৮ ব্যবসায়ীর আনুমানিক ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।

 
Electronic Paper