মহাসড়ক অবরোধ
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিকের মৃত্যু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
🕐 ৬:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
গাজীপুরের তারগাছ এলাকায় গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য অপসরণের গাড়ি চাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল আটটা ১৫ মিনিটের দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় এ ঘটনা ঘটে।
খবরটি শ্রমিকদের মাঝে দ্রুত ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকরা সিটি করপোরেশনের বর্জ্য অপসারণের গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।পরে বিক্ষুদ্ধ শ্রমিকরা মহাসড়কের বেশ কয়েকটি যানবাহনে ভাংচুর চালায় এবং গাজীপুরা এলাকায় শ্রমিকদের করা অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ৪ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
নিহত পোশাক শ্রমিকের নাম মুনিরা (৩৪)। সে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার ভূঁইয়াকান্দি গ্রামের রুহুল আমিনের স্ত্রী। তাঁরা গাজীপুরের বড় বাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় বাস করতেন। মুনিরা টঙ্গী গাজীপুরা এলাকায় একটি পোষাক কারখানার অপারেটর পদে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় রাস্তা পারাপারের সময় মুনিরাকে সিটি করপোরেশনের বর্জ্য অপসরণের একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য অপসারণের গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের আপদকালীন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বিক্ষুদ্ধ শ্রমিকরা মহাসড়কের বেশ কয়েকটি যানবাহনে ভাংচুর চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ বলেন, সকালে রাস্তা পার হওয়ার সময় সিটি করপোরেশনের বর্জ্য অপসরণের একটি গাড়ির চাপায় পড়ে ওই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে উত্তেজিত হয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে।