ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

লক্ষ্মীপুরে ৯ জেলেকে জরিমানা

মু. ওয়াহিদুর রহমান মুরাদ, লক্ষ্মীপুর
🕐 ৭:৫৯ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৪

লক্ষ্মীপুরে ৯ জেলেকে জরিমানা

লক্ষ্মীপুরের মেঘনায় অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। শুক্রবার ভোর রাতে জেলা মৎস কর্মকর্তা আমিনুল ইসলামের নেতৃত্বে মজুচৌধুরী হাট ও মতিরহাট এলাকার মেঘনার বিভিন্ন পয়েন্ট অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে ৯টি ইঞ্জিত চালিত নৌকা, দুই লাখ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও জাটকাসহ নদীর বিভিন্ন প্রজাতির ২০ কেজি মাছ জব্দ করা হয়। জালের আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা।

পরে মজুচৌধুরী হাট ঘাটে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৯ জেলেকে ৫ হাজার টাকা করে ৪৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার অমিত কুমার বিশ্বাস। বাকি তিনজন অপ্রাপ্তবয়স হওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। পরে জব্দকৃত জাল নদীর পাড়ে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় নৌ পুলিশ কর্মকর্তা শাহিনুরসহ জেলা মৎস অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মার্চ এপ্রিল দুই মাস নদীতে অভায়শ্রম ঘোষণা করেছে সরকার। এ সময় সকল ধরনের মাছ শিকার অবৈধ। জেলেরা অমান্য করে মাছ শিকার করে। পরে নৌ পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। নৌকা জাল জব্দ করা হয়েছে। বাকি দিনগুলো এমন অভিযান অব্যাহত থাকবে।

 
Electronic Paper