ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জেলা প্রশাসনের উদ্যোগে কোটি টাকার জমি উদ্ধার

অনলাইন ডেস্ক
🕐 ৯:৩৬ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২৪

জেলা প্রশাসনের উদ্যোগে কোটি টাকার জমি উদ্ধার

রাজধানীর গুলশান রাজস্ব সার্কেলের আমাইয়া মৌজায় ১ নং সিটি খাস খতিয়ানভুক্ত ২০৩ নং দাগের প্রায় ১০ কোটি টাকা মূল্যের ১২৩.৫২ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। জমিটি দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীর দখলে ছিল।

বুধবার (১৫ মে) ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমানের সার্বিক নির্দেশনা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিকের তত্ত্বাবধানে গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির এই অভিযান পরিচালনা করেন।

এদিন উদ্ধার করা খাস জমিতে সরকারের পক্ষে মালিকানার সাইনবোর্ড স্থাপন করে জেলা প্রশাসন জমির দখল ও নিয়ন্ত্রণে নেয়। এই অভিযান পরিচালনার সময় গুলশান রাজস্ব সার্কেলের সার্ভেয়ার, অফিস সহকারী, সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, ঢাকা জেলার বিভিন্ন স্থানে মূল্যবান অনেক খাস জমি বিভিন্ন দখলদাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে আছেন। এসব খাস জমি রক্ষায় জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 
Electronic Paper