সিলেটে সংঘর্ষে ৩ জন নিহত
সিলেট ব্যুরো
🕐 ৫:০৮ অপরাহ্ণ, আগস্ট ০৪, ২০২৪
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় গুলিতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (৪ আগস্ট) বেলা ২টার দিকে পৌর এলাকার ধারাবহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধারাবাহর গ্রামের মো. মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজ উদ্দিন (৪৩) ও উপজেলার শিলঘাটের বাসিন্দা সানি আহমদ (১৮)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেন।
এর আগে, সকাল থেকেই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ও শটগানের গুলি ছুড়ে। এরপর থেকেই নগরীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। এসময় আন্দোলনকারীদের ঠেকাতে ছাত্রলীগের নেতাকর্মীদের আগ্নেয়াস্ত্র, রামদা, রড, হকিস্টিক ও লাঠি হাতে মহড়া দিতে দেখা গেছে। বেলা ১২টার দিকে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১০-১৫ জনকে এমন সশস্ত্র মহড়া দেখা গেছে। মহড়ায় ছাত্রলীগের পাশাপাশি স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতা-কর্মীরাও ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টায় নগরের কোর্ট পয়েন্ট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। সেখানে যোগ দিতে ছাত্র-জনতা উপস্থিত হলে দুপুর ১২টার দিকে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ও শটগানের গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এসময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শতাধিক ছাত্র-জনতা আহত হন। গুলিবিদ্ধ হন এক কিশোর।
এরপর থেকেই নগরীর চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, বারুতখানা, সোবহানীঘাট, নয়াসড়ক, উপশহর, মদিনা মার্কেট, টিলাগড়সহ শহরের বিভিন্ন স্থানে পুলিশ ক্ষমতাসীনদের সাথে ছাত্র-জনতার পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ প্রতিবেদন লেখার সময় (বিকেল সাড়ে চারটা) থেমে থেমে সংঘর্ষ চলছে।
আন্দোলনকারীদের অভিযোগ, অনেক শিক্ষার্থী কোর্ট পয়েন্ট এলাকার কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন। এসব শিক্ষার্থীর ওপর পুলিশ ও ছাত্রলীগ যৌথভাবে হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। এছাড়া ছাত্রলীগের একাধিক নেতা-কর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিচ্ছেন। যেখানে শিক্ষার্থীদের পাচ্ছে, সেখানেই তারা পেটাচ্ছে।
এবিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ছাত্রলীগের অস্ত্রশস্ত্র নিয়ে মহড়ার বিষয়টি জানা নেই।