সিলেটে পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষ, গুলিবিদ্ধ ১
সিলেট ব্যুরো
🕐 ২:৩২ অপরাহ্ণ, আগস্ট ০৪, ২০২৪
সিলেট নগরের বন্দরবাজার কোর্ট পয়েন্ট এলাকায় পুলিশের সাথে ছাত্র-জনতার সংঘর্ষ চলছে। আজ রোববার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ আন্দোলনকারী ছত্রভঙ্গ করতে ব্যাপক টিয়ারশেল, ছররা গুলি ও সাউন্ড গ্রেণেড ছুঁড়ছে। এসময় শিশুসহ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বেলা সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা সময় বন্দরবাজার এলাকায় শতশত ছাত্র-জনতা অবস্থান নিয়েছে। রাস্তা অবরোধ করে তারা সরকার বিরোধী নানা স্লোগান দিচ্ছে।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পদত্যাগের এক দফা দাবিতে আজ থেকে শুরু হয়েছে অসহযোগ আন্দোলন। অসহযোগ চলাকালে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১১ টার দিকে নগরের কোর্ট পয়েন্ট এলাকায় জড়ো হয় আন্দোলনকারীরা। এতে শিক্ষার্থীদের সাথে নানা শ্রেণীপেশার মানুষও যোগ দেন।
এই এলাকায়ই জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার কার্যালয়, সিটি করপোরেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারী অফিস রয়েছে। আন্দোলনকারীরা অবস্থান নেওয়ার আগে থেকেই এ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সাজোয়া যান নিয়ে অবস্থান নেয়।
বেলা ১২টার দিকে পুলিশের সাথে আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেণেড ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশের বাধা পেয়ে মূল সড়ক ছেড়ে আশপাশের গলিতে অবস্থান নেয় আন্দোলনকারীরা। পরে ফের আন্দোলনকারীরা জড়ো হয়ে কোর্ট পয়েন্টের দিকে এগুতে থাকলে পিছু হটে পুলিশ।
এবিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।