প্যারিস অলিম্পিক
ফ্রান্সকে হারিয়ে ফুটবলে স্পেনের সোনা জয়
অনলাইন ডেস্ক
🕐 ১:০৩ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৪
ইউরোর সেমিফাইনালে হারের প্রতিশোধ অলিম্পিকে নেয়া হলো না ফ্রান্সের। ফুটবলের রোমাঞ্চকর ফাইনালে স্বাগতিকদের ৫-৩ গোলে হারিয়ে স্বর্ণ জিতলো লা রোহা ফিউরি। ফরাসিদের ৪০ বছর আক্ষেপ আরও দীর্ঘায়িত করে ৩২ বছর পর বিগেস্ট শো অন আর্থের মঞ্চে এই ইভেন্টে শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছে স্পেন।
ইউরো, অনূর্ধ্ব ১৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, অলিম্পিক। দু’মাসে তিন মেজর শিরোপার স্বাদ পেলো স্পেন। সেইসাথে বিশ্ব ফুটবল শাসনের আগমনী বার্তাও দিচ্ছে তারা। ৩২ বছর পর বিগেস্ট শো অন আর্থে স্বর্ণ জয় লা রোহা ফিউরিদের।
এদিন পার্ক দ্য প্রিন্সেসের ৮ গোলের ক্ল্যাসিক ম্যাচে নায়ক হতে পারলেন না ৯৮ বিশ্বকাপের হিরো কোচ থিয়েরি অঁরি। কাজে আসেনি ৪৮ হাজারের বেশি দর্শকে পূর্ণ পার্ক দ্যা প্রাসের সমর্থনও। যদিও এঞ্জো মিলটের গোলে শুরুতে এগিয়ে যায় স্বাগতিকরা।
কিন্তু পিছিয়ে পড়ে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় স্পেন। বাড়াতে থাকে আক্রমণের ধার। ১৮ থেকে ২৮ দশ মিনিটে ফেরমিন লোপেজের জোড়াগোল আর আলেক্স বায়েনা স্করশিটে নাম লেখালে ৩-১ ব্যাবধানে এগিয়ে যায় স্পেন।