শহীদ সুজন ও ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিবারের পাশে তিস্তা ব্যাটালিয়ন
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
🕐 ৭:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৬, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সন্তান সুজনের পরিবার ও ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিবারের মাঝে সহায়তা প্রদান করেছেন তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)।
এসময় শহীদ সুজনের পরিবারকে একটি ব্যাটারি চালিত ভ্যান, হাঁস-মুরগী ও খাদ্যা সামগ্রী এবং ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু ১৭টি পরিবারের মাঝে গৃহনির্মাণ সামগ্রী, খাদ্য সামগ্রী, শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী প্রদান করেন বিজিবি।
শুক্রবার সকালে উপজেলার পশ্চিম সাড়ডুবি এলাকায় শহীদ সুজনের পরিবার ও বুড়া সাড়ডুবি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করে উক্ত সহায়তা প্রদান করেন ৬১ বিজিবি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনূর রশীদ। এছাড়া তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুমসহ বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।