ঢাকা, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ | ১৮ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বন্যার্তদের নামে চাঁদা আদায়, ৮ প্রতারক আটক

পঞ্চগড় প্রতিনিধি
🕐 ৭:০৩ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৪

বন্যার্তদের নামে চাঁদা আদায়, ৮ প্রতারক আটক

বন্যার্তদের সাহায্যের নাম করে টাকা উত্তোলনের অভিযোগে ৮ প্রতারককে আটক করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সদরের সাতমেরা গোয়ালঝাড় বাজার তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন -জেলা শহরের রামেরডাঙ্গা এলাকার বাবলা (৪১), জালাল (৪০), খালেক (৫৫), আবিল (৫৫), জামিরুল (৩১), রমজান (৩২) রাসেল (২৪) ও রেজাউল (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে ৮ জনের একটি প্রতারক চক্র জেলা শহরের পিকআপ স্ট্যান্ড থেকে আড়াই হাজার টাকা ভাড়ায় একটি পিকআপ ভাড়া করেন। গাড়িতে মাইক লাগিয়ে তারা বন্যার্তদের সহায়তার জন্য টাকা তুলতে বের হন। গোয়ালঝাড় বাজারে টাকা উত্তোলনের সময় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয়রা।

এ সময় তারা অসংলগ্ন কথাবার্তা বলায় আটক করে সেনাবাহিনীকে খবর দেয়। পরে এলাকাটি সীমান্তের কাছে হওয়ায় বিজিবিকেও খবর দেওয়া হয়। পরে বিজিবি ও সেনা সদস্যরা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

তাদের কাছে টাকা তোলার বক্স, ব্যানার, মাইক ও নগদ কিছু টাকা পাওয়া যায়। ব্যানারে লেখা ছিলো ‘ত্রাণ সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করুন।’ তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, বন্যার্তদের নামে টাকা তোলার অভিযোগে স্থানীয়রা আটক করে। পরে বিজিবির সহযোগিতায় সেনাবাহিনী তাদের থানায় সোপর্দ করে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।।

 
Electronic Paper