উলিপুরে বিলের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
🕐 ৯:০৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৪
কুড়িগ্রামের উলিপুরে মাছ ধরতে গিয়ে বিলের পানিতে ডুবে আমিন আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জুলাই) সকালে উপজেলার হাতিয়া ইউনিয়নের দিঘলহাইল্যা গ্রামে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আমিন আলী ওই গ্রামের ওছমান আলীর পুত্র বলে জানা গেছে।
এলাকাবাসী ও স্বজনরা জানান, রবিবার রাতে বাড়ির সামনে বিলে মাছ ধরার জন্য কারেন্ট জাল বসাতে যান তিনি। রাতে অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে সোমবার সকালে বিলের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্বজনরা।
হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শায়খুল ইসলাম নয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উলিপুর থানার এসআই ও হাতিয়া ইউনিয়ন বিট অফিসার মো. মশিউর রহমান জানান, এলাকাবাসী ও স্বজনদের কোনো অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।