ঢাকা, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ | ১৮ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গণহত্যার বিচারের দাবিতে নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

নাটোর প্রতিনিধি
🕐 ২:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৪

গণহত্যার বিচারের দাবিতে নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টার শহরের কানাইখালী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা।

মিছিলটি শহরের মাদ্রাসা মোড় এলাকার স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্রনেতা শেখ ওবায়দুল্লাহ, শিশির মাহমুদ ও হাসিবুর রহমান মুন্না ও পুলিশের গুলিতে আহত রাহি।

বক্তব্যে ছাত্র নেতারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের হত্যা ও গুলি করে আহত করার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি দূর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের প্রতি আহবান জানান তারা।

 
Electronic Paper