পত্নীতলায় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ)
🕐 ৭:৪০ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৪
নওগাঁর পত্নীতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল বাতেন (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল বাতেন উপজেলার পত্নীতলা গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। তিনি পত্নীতলা থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও পত্নীতলা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক পদে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাতেন পত্নীতলা বাজার এলাকায় ফুটবল মাঠের পাশে নিজ পোল্ট্রি খামারে কাজ করতে গিয়ে শনিবার (১০ আগস্ট) বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় পড়ে ছিল। স্থানীয়রা তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।