ঢাকা, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৩ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিরাজগঞ্জে কারাগারে গলায় ফাঁস নিয়ে আসামির মৃত্যু

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
🕐 ৫:৫৯ অপরাহ্ণ, আগস্ট ০৯, ২০২৪

সিরাজগঞ্জে কারাগারে গলায় ফাঁস নিয়ে আসামির মৃত্যু

সিরাজগঞ্জ জেলা কারাগারের টয়লেটে পাপ্পু (৩২) নামের এক বন্দি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। পরে তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরের দিকে জেলা কারাগারে এঘটনা ঘটে। তিনি মাদক মামলার আসামি হয়ে দীর্ঘদিন হলো কারাগারে বন্দি ছিলেন।

নিহতের বিষয়টি সিরাজগঞ্জ কারাগারের জেলার আল নূর মো. রেজা নিশ্চিত করেছেন।

পাপ্পু সিরাজগঞ্জ পৌর শহরের ধানবান্দি মহল্লার বলে জানা গেছে। তিনি গত বছরের ২৯ মে থেকে জেল হাজতে ছিলেন বলে জানিয়েছেন কারা কতৃপক্ষ।

সিরাজগঞ্জ কারাগারের জেলার আল নূর মো. রেজা বলেন, পাপ্পু দুপুর ১২টার দিকে কারাগারের অভ্যন্তরের টয়লেটে লুঙ্গি জাতীয় একটি পোশাক দিয়ে ফাঁস নেন। পরে কারা কতৃপক্ষ তাকে দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলার বলেন, পাপ্পু একটি মাদক মামলায় গত বছরের ২৯ মে থেকে জেল হাজতে ছিলেন। বর্তমানে হাসপাতাল মর্গে তার মরদেহ রাখা হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

 
Electronic Paper