এগিয়ে যাক ছোটদের সময়
জান্নাতুন নাইম স্নেহা
🕐 ৪:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২১
মামুন সারওয়ার সম্পাদিত জনপ্রিয় ম্যাগাজিন ‘ছোটদের সময়’। আগস্ট-সেপ্টেম্বর ২০২১ সংখ্যা বের হয়েছে। পৃষ্ঠা সংখ্যা ৯৬। ম্যাগাজিনটির মূল্য ১০০ টাকা।
সংখ্যাটির প্রথমে রয়েছে মাহমুদউল্লাহ’র ‘দুই শেয়ালি’ কবিতা। এ সংখ্যায় আছে স্মরণ, শিশুসাহিত্যিক ফরিদা হোসেনের লেখা ‘ভাই-বোনের গল্প’, ছড়া, মোকারম হোসেনের প্রকৃতি নিয়ে লেখা, গল্প। ‘ছোটদের লেখা’ বিভাগে রয়েছে ছোটদের লেখা ছড়া।
এছাড়াও নজরকাড়া অনেক রচনা রয়েছে এখানে। তার মধ্যে- শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের সাক্ষাৎকার নিয়েছেন আশিক মুস্তাফা, রম্য গল্প লিখেছেন বিশ্বজিৎ দাস, সরকার হুমায়ুনের লেখা রয়েছে ‘বিজ্ঞানের মজার গল্প’ বিভাগে।
‘নীতি গল্প’ বিভাগে লিখেছেন রিয়াজ উদ্দিন। শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের সাক্ষাৎকারের মাধ্যমে ছোটরা শিখতে পারবে- ‘সাফল্য লাভের প্রধান চাবিকাঠি হলো পরিশ্রম।’ এছাড়াও আশরাফুন্নেছা দুলুর লেখা গল্পে বোঝানো হয়েছে- ‘বিপদে পড়লে ভয় পেতে হয় না, ভয়কে করতে হবে জয়।’
এবারের সংখ্যায় কয়েকটি বানান ভুল রয়েছে। পত্রিকাটি আরও রঙিন করলে ভালো হয়। সব মিলিয়ে এবারের সংখ্যাটি প্রশংসনীয়। এভাবেই এগিয়ে যাক ছোটদের সময়। সম্পাদক মামুন সারওয়ারকে ধন্যবাদ।
অষ্টম শ্রেণি, নারায়ণগঞ্জ সরকারি
বালিকা উচ্চ বিদ্যালয়