ঢাকা, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ | ১৮ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঢাকা ওয়াসার নতুন এমডি এ কে এম সহিদ উদ্দিন

অনলাইন ডেস্ক
🕐 ৫:০৩ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৪

ঢাকা ওয়াসার নতুন এমডি এ কে এম সহিদ উদ্দিন

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিন। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) তাকে নতুন এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তার আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গতকাল বুধবার (১৪ আগস্ট) পদত্যাগ করেন সাবেক এমডি তাকসিম এ খান।

উল্লেখ্য, ২০০৯ সালে ওয়াসার এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সবশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো ওই পদে আরও তিন বছরের জন্য নিয়োগ পান তিনি।

গত ১৫ বছরে ঢাকা ওয়াসায় একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তাকসিম এ খান। দুর্নীতি, অনিয়মসহ নানা অভিযোগ থাকার পরও তাকসিমকে একই পদে দীর্ঘ সময় রাখা নিয়ে প্রশ্ন ওঠে। ২০০৯ সালে তাকসিম খান দায়িত্ব নেওয়ার পর ১৬ দফায় ঢাকা ওয়াসার পানির দাম বৃ্দ্ধি পায়।

 
Electronic Paper