ঢাকা, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ | ১৮ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

খুলনায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

খুলনা প্রতিনিধি
🕐 ৫:২৩ অপরাহ্ণ, আগস্ট ০২, ২০২৪

খুলনায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২ আগস্ট) দুপুরে খুলনায় শিক্ষার্থীরা গণমিছিল শুরু করলে পুলিশ বাধা দেয়। এরপর দুপুর আড়াইটার দিকে খুলনা নিউমার্কেট চত্বর থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে।

পরে তাদের সঙ্গে বিপুল সংখ্যক সাধারণ মানুষও বিক্ষোভ মিছিলে যোগ দেন। মিছিলটি শিববাড়ি মোড় হয়ে খুলনা বিশ্ববিদ্যালয় গেটে আসলে পুলিশি বাধার মুখে পড়ে।

এসময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি, টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। এসময় এক আন্দোলনকারী পুলিশের গুলিতে আহত হন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। সংঘর্ষ এখনও চলমান রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত এলাকা শিক্ষার্থীদের দখলে রয়েছে।

 
Electronic Paper