ঢাকা, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রেসক্লাবে বাধা, ডিআরইউর সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

মোহাম্মদ ইউসুফ
🕐 ৬:৪১ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৪

প্রেসক্লাবে বাধা, ডিআরইউর সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারসহ ৯ দফা দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে বিক্ষোভ ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা ‘দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ও ছাত্রলীগের আক্রমণে নিহত হওয়া এবং ডিবি কার্যালয়ে জিম্মি রেখে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান’। এছাড়াও ‘গণগ্রেফতার বন্ধ করা, কারফিউ তুলে নিয়ে আর্মি ও বিজিবিকে ব্যারাকে ফিরিয়ে নেয়া, আন্দোলনের সমন্বয়কদেরসহ সকল বন্দিদের মুক্তি, ক্যাম্পাস খুলে দেয়াসহ ঘোষণাকৃত ৯ দফা দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানানো হয়’।

এর আগে দুপুর ১২টায় প্রেসক্লাবের সামনে একত্রিত হওয়ার মুহুর্তে কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। পরে দফায় দফায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করলে ৯ দফা দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

 

 
Electronic Paper