গৌরীপুরে সুরিয়া নদী রক্ষার দাবিতে মানববন্ধন
গৌরীপুর প্রতিনিধি
🕐 ৪:২৪ অপরাহ্ণ, মে ০৯, ২০২৩
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বাউশালীপাড়া গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’ -এর উদ্যোগে সুরিয়া নদী রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৮ মে) বিকালে নদীর পাড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
এসময় সুরিয়াকে নিয়ে বাঁচতে হবে, সুরিয়াকে বাঁচাতে হবে, মাছ খাও পানি খাও, নদী খাও কেন? সুরিয়া নদীকে শাসন নয়, পরিচর্যা করতে হবে, সুরিয়া বাঁচাও, জনপদ বাঁচাও, সুরিয়া বাঁচাও, গৌরীপুর বাঁচাও লেখা সম্বলিত নানা প্লেকার্ড ছিল মানববন্ধনকারীদের হাতে।
জানা যায়, সুরিয়া নদী নাব্যতা হারিয়েছে অনেক আগেই। এখন দখল ও দূষণে অস্তিত্বের সংকটে রয়েছে। স্রোতস্বিনী সুরিয়ার সেই জৌলুশ আর নেই। নদীর তলদেশ ভরাট হওয়ায় নদীর বুকে এখন ধানসহ বিভিন্ন ফসলের চাষ হচ্ছে। এ ছাড়া বর্ষায় নদীতে বাঁধ দিয়ে করা হয় মাছ শিকার। ফলে মরে যাচ্ছে নদীটি। এই অবস্থায় নদীটি খনন ও দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে আনার দীর্ঘদিনের দাবি স্থানীয়দের।
সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ বিপ্লব এর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক সদস্য এইচএম খায়রুল বাসার, মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল ফারুক, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জায়েদুল ইসলাম, বন্ধুর বাঁধন একতা ছাত্র সংঘের সমন্বয়কারী মো. আজহারুল করিম প্রমুখ।