ঢাকা, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ | ২২ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কু‌ষ্টিয়া জেলা বিএন‌পির ক‌মি‌টি বা‌তিল

সৌরভ হোসেন, কুষ্টিয়া
🕐 ১১:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৪

কু‌ষ্টিয়া জেলা বিএন‌পির ক‌মি‌টি বা‌তিল

কুষ্টিয়া জেলা কমিটি বাতিল করেছে বিএনপি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয় –কু‌ষ্টিয়া জেলা বিএনপির নির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় দলের সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয়েছে। অতিদ্রুত জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে।

এর আগে ২০১৯ সা‌লের ৮ মে  সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে সভাপ‌তি ও সোহরাব উদ্দিনকে সাধারণ প‌দে বহাল রেখেই কু‌ষ্টিয়া জেলা‌ বিএন‌পির ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। 

দলীয় সূত্র জানা গে‌ছে, ২০১২ সালে সর্বশেষ জেলা বিএনপির কমিটি গঠন হয়। দীর্ঘদিন কমিটি না হওয়ায় বেশ হতাশা ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। এতে সাংগঠনিক কর্মকাণ্ডেও নেমে আসে স্থবিরতা।

কু‌ষ্টিয়া জেলা বিএন‌পির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জা‌কির হো‌সেন সরকার ক‌মি‌টি বা‌তি‌লের সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, দীর্ঘদিন মেয়াদউত্তীর্ণ ক‌মি‌টি দি‌য়েই কার্যক্রম চল‌ছিলো। নতুন ক‌মি‌টি আস‌লে দল আরো চাঙ্গা হ‌বে।

এদিকে জেলা বিএন‌পির সভাপ‌তি সৈয়দ মে‌হেদী আহ‌মেদ রুমী ব‌লেন, আমার কা‌ছে কোন চি‌ঠি আসে‌নি। এ বিষ‌য়ে আমার জানা নেই। ত‌বে আপনারা জে‌নে থাক‌লে হ‌তে পা‌রে।  

 
Electronic Paper