ঢাকা, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ | ২২ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

লাকসামে বন্যার্তদের মাঝে ত্রাণ পৌঁছে দিচ্ছে যুবদল

জ্যেষ্ঠ প্রতিবেদক
🕐 ৩:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৭, ২০২৪

লাকসামে বন্যার্তদের মাঝে ত্রাণ পৌঁছে দিচ্ছে যুবদল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কুমিল্লার লাকসামে অসহায় বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর।

শনিবার সংগঠনের শীর্ষ নেতারা এ ত্রাণ কার্যক্রমে অংশ নেন। ঢাকা মহানগর উত্তর যুবদল উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল এতে নেতৃত্ব দেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক বন্যার্তদের খোঁজ-খবর নিচ্ছেন। আমাদের সর্বস্তরের নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, আমাদের দলের পক্ষ থেকে ঘোষণা রয়েছে, যত দিন না পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ পুনর্বাসিত হবে, ততদিন পর্যন্ত যেন বন্যার্তদের পাশে থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হয়।

 
Electronic Paper