ঢাকা, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৩ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দলের বহিষ্কৃত নেতার ত্রাণের টাকা ফেরত দিলো বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
🕐 ৬:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০২, ২০২৪

দলের বহিষ্কৃত নেতার ত্রাণের টাকা ফেরত দিলো বিএনপি

গতকাল ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক-ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। এর একদিন পরই বিএনপির ত্রাণ তহবিলে ১০,০০০০০ (দশ লক্ষ) টাকা দেন তিনি।

এদিকে, বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কমিটি বাচ্চুর বহিষ্কারের বিষয়টি অবহিত ছিলো না। পরে তার দেওয়া ত্রাণের টাকা ফেরত দেওয়া হয়।

আজ সোমবার বিকালে বিএনপির যুগ্ম মহাসচিব ও ত্রাণ কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় আরও বলা হয়, বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটি ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দল থেকে বহিষ্কারের সংবাদ জানার পর বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ তহবিলে জমাকৃত ১০,০০০০০ (দশ লক্ষ) টাকা ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে ফেরত দেয়া হয়েছে।

 
Electronic Paper