শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ
যুবদল নেতা জাহিদুলকে অব্যাহতি, বিলুপ্ত ১৯ নং ওয়ার্ড কমিটি
অনলাইন ডেস্ক
🕐 ১১:০০ অপরাহ্ণ, আগস্ট ০৮, ২০২৪
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের ২৭ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. জাহিদুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে গুলশান থানার ১৯ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কমিটিও বিলুপ্ত করা হয়।
বৃহস্পতিবার (৮ আগস্ট) জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ এক বিবৃতিতে এ ষোষণা দেন।
বিবৃতিতে বলা হয়, সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় ২৭ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম কে আহ্বায়ক পদ থেকে অব্যাহতি প্রদান এবং একই অভিযোগে গুলশান থানার ১৯ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।