অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বিএনপির তালিকা প্রস্তাব
অনলাইন ডেস্ক
🕐 ৬:০৯ অপরাহ্ণ, আগস্ট ০৮, ২০২৪
অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি তালিকা প্রস্তাব করেছে বিএনপি। যেসব রাজনৈতিক দল ও নাগরিক সমাজ গত জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল এ তালিকায় তাদের প্রতিনিধিরা স্থান পেয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিবের কাছে দলটির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার গঠনে এ তালিকা দেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, ৬৪ রাজনৈতিক দল গত জাতীয় নির্বাচন বর্জন করেছে। এসব দল থেকে প্রতিনিধি নিয়ে প্রায় দুইশো জনের তালিকা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, যেসব রাজনৈতিক দল গত নির্বাচন বর্জন করেছে, সেসব দলের প্রতিনিধির সমন্বয়ে বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার গঠনের জন্য আজকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে তালিকা দেওয়া হয়েছে। তবে কত জনের তালিকা দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।