বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে : ডা. রফিকুল
অনলাইন ডেস্ক
🕐 ৮:৩৩ অপরাহ্ণ, আগস্ট ০৭, ২০২৪
চলমান ও সংকটের কারলে হাসপাতালের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে উল্লেখ করে বিবৃতি দিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
বিবৃতিতে তিনি বলেন, গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা সেবার সাথে জড়িত অনেক চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীবৃন্দ ছাত্র—জনতার গণঅভ্যুত্থানের পর অনুপস্থিত থাকার কারণে হাসপাতালের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ও ভেঙ্গে পড়ছে। গত ১৬ বছরের দুঃশাসন, অবিচার ও নিপীড়ণের জন্য সমগ্র বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের মুখে। স্বাস্থ্য ব্যবস্থার প্রতিটি বিভাগে এতদিন যে দুর্নীতি ও অবৈধ নিয়োগ কিংবা পদোন্নতির মাধ্যমে যে বৈষম্য তৈরী হয়েছে, আশা করি কর্তৃপক্ষ শীঘ্রই এর সুষ্ঠু সমাধান করবে।
তিনি আরো বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা হলো সকল ধরনের প্রতিহিংসা ও অরাজকতা বন্ধ রাখার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি সকলের নিরাপত্তা বজায় রাখার জন্য বদ্ধপরিকর।
এমতাবস্থায়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন হাসপাতালের পরিচালক, বিভাগীয় প্রধান, অধ্যাপক, চিকিৎসকবৃন্দ, নার্সিং কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে হাসপাতালের চিকিৎসা সেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি।