ঢাকা, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নয়াপল্টনে বিএনপির সমাবেশের প্রস্তুত মঞ্চ

অনলাইন ডেস্ক
🕐 ১:০৫ অপরাহ্ণ, আগস্ট ০৭, ২০২৪

নয়াপল্টনে বিএনপির সমাবেশের প্রস্তুত মঞ্চ

রাজধানীর নয়াপল্টনে দুপুর ২ টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি।

বুধবার (৭ আগস্ট) বেলা সাড়ে এগারোটায় রাজধানীর নয়াপল্টনে সরেজমিনে যেয়ে দেখা যায়, এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ।

আশেপাশে এলাকায় লাগানো হয়েছে মাইক। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চ্যুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমাবেশের তথ্য জানানো হয়েছে।

জানা যায়, বুধবার (৭ আগস্ট) দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন।

সমাবেশে সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীকে যোগদানের আহ্বান জানানো হয়েছে।

প্রায় দেড় যুগ পর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন হয় সরকারের। শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে গত সোমবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে দেশ ছেড়ে যান সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 
Electronic Paper