ঢাকা, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৩ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঢাকায় বিএনপি নেতাদের বাসায় হামলার অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
🕐 ১:৩৭ পূর্বাহ্ণ, আগস্ট ০৪, ২০২৪

ঢাকায় বিএনপি নেতাদের বাসায় হামলার অভিযোগ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হকের রাজধানীর বাসায় হামলা এবং ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার রাত পৌনে ১২ টার দিকে রুমিন ফারহানা তার ফেসবুক পেইজে লাইভে এসে অভিযোগ করেন যে, একদল ছেলে লাঠি হাতে তার বাসার সামনে এসে বিশ্রী গালি দিয়ে ভাঙচুর করে গেলো। রুমিন, রুমিন বলে নিচে নামতে বলেন এবং বিভিন্ন রকমের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এ সময় ওই ছেলেরা বাসার গেট ভাঙচুর করে।

রুমিন ফারহানা বলেন, তিনি তার মাকে নিয়ে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় থাকেন। এছাড়া রাজধানীর ধানমন্ডিতে বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হকের বাসায় একদল দুর্বৃত্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কিছু লোক তার খোঁজ করে। তবে তিনি ধানমন্ডির ঐ বাসায় ছিলেন না বলে জানান মোজাম্মেল হক।

তিনি বলেন, তিনি নিজে ওই বাসায় না থাকলেও প্রায়ই সময় তার বাসার কেয়ারটেকারকে এসে কিছু লোকজন গালিগালাজ করে যায়।

এছাড়া মিরপুর-১ এ অবস্থিত ঢাকা মহানগর উত্তর বিনপির সদস্য সচিব কারাবন্দী আমিনুল হকের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান 'নিউ ক্যাফে ধানসিঁড়ি' রেস্তোরাঁয় ব্যাপক ভাংচুর, লুটপাট।
রাত ১২ টার সময়ে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা এ তান্ডব চালায় বলে জানিয়েছেন আমিনুলের বড় ভাই।

তিনি জানান, পুরো হোটেল সব ভাংচুর, স্টাফদের মারধর, ক্যাশ লুটপাট করা হয়েছে।

 
Electronic Paper