আন্দোলনে নারী শিক্ষার্থীর গলা চেপে ধরেন ২ ছাত্রলীগ নেতা
খোলা কাগজ প্রতিবেদক
🕐 ৭:৫৫ অপরাহ্ণ, আগস্ট ০২, ২০২৪
রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ডাকা গণমিছিলে এক নারী শিক্ষার্থীকে মারধর ও গলা চেপে ধরার অভিযোগ উঠেছে ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই দুই নেতা হলো উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জুয়েল এবং অপরজন একই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাউসার ওরফে সজিব।
জানা যায়, শুক্রবার রাজধানী উত্তরার ১১ নম্বর সেক্টরের মাইলস্টোন কলেজের সামনের রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পূর্বঘোষিত ‘গণমিছিল’ কর্মসূচিতে অংশ নিলে এবং শিক্ষার্থীদের মাঝে ঢুকে এক নারী শিক্ষার্থীরকে শারীরিকভাবে লাঞ্চিত করার এক পর্যায়ে ওই শিক্ষার্থীর গলা চেপে ধরা হয়। এ ঘটনার পর পরই শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মাঝে তুমুল সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে, ওই নারী শিক্ষার্থীর গলা চেপে ধরার ভিডিওতে দেখা যায়, প্রথমে ওই নারী শিক্ষার্থীসহ কয়েকজন আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে তর্কে জড়ায় ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক জুয়েল এবং হাতাহাতির এক পর্যায়ে হিজাব পরিহিত এক ছাত্রীর গলা চেপে ধরে পাশে দাঁড়িয়ে থাকা অপর ছাত্রলীগ নেতা মেহেদী হাসান কাউসার ওরফে সজিব। এমন ঘটনার ভিডিও এরই মধ্যে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ধিক্কার ও ঘৃণা জানিয়েছে স্যোশাল মিডিয়া ব্যবহারকারীরা।
ঘটনার ভিডিও শেয়ার দিয়ে আশরাফ উল্লাহ নামের এক মেটা ব্যবহারকারী লিখেছেন- ‘একজন বোনের গায়ে এভাবে হাত দেয়া। এদের কি মা-বোন না ‘। এ ঘটনার নিন্দা জানিয়ে মো. আকবর হোসাইন অপূর্ব নামের অপর এক ছাত্রলীগকর্মী নিজ একাউন্টে লিখেন- আমিও কোটার পক্ষে। কিন্তু এরকম কোটা আন্দোলনের পক্ষে নাহ। আমি একজন্য শিক্ষার্থী কিন্তু এতো বর্বর নই।