‘সমবায়ে গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ’ এই স্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (২ নভেম্বর) সকালে শহরে র্যালি ও উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমবায় অফিসার আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।
এসময় আরো বক্তব্য রাখেন কালবের সভাপতি নুরুল ইসলাম, সহকারি সমবায় অফিসার সোহাগ মিয়া, ক্ষুদ্র ব্যাবসায়ী সমিতির সভাপতি মোস্তফা কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ কবির, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মসিউর রহমান মুসা প্রমুখ।