চট্টগ্রামের লোহাগাড়ার সামাজিক সংগঠন আল-ইখওয়ান সোসাইটির সদস্যদের পরিচালনায় নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের সেমি-ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পদুয়া ২নাম্বার ওয়ার্ডের বালির পাড়া ও সায়ের পাড়া জামে মসজিদের পাশের মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার।
বিশিষ্ঠ সমাজসেবক ও ব্যবসায়ী রফিকুল আলম কোম্পানির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কামাল উদ্দিন, সাইফুল ইসলামসহ অন্যরা।
এ সময় প্রধান অতিথি নুরুল ইসলাম সিকদার বলেন, খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। সেই সঙ্গে যুবসমাজ মাদকসহ বিভিন্ন অপরাধজনিত কাজ থেকে দূরে থাকতে পারে। তাই সবার উচিত ছেলে মেয়েদের খেলায় উৎসাহিত করা এবং তাদের খেলার যাবতীয় সহায়তা করা।
কেকে/এআর