বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫,
৩০ মাঘ ১৪৩১
বাংলা English

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: রোগীর ‘গলা কেটে’ ডাক্তারের উপহার      পরিচয় লুকিয়ে আন্দোলন উসকাচ্ছে পতিত শক্তি      আজ থেকে শুরু বিএনপির দেশব্যাপী সমাবেশ      বাজছে নির্বাচনি দামামা      আকাশপথের ভাড়া নিয়ে বিমান মন্ত্রণালয়ের পরিপত্র জারি      নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে সরকার: আসিফ মাহমুদ      সব্যসাচী স্টলে আক্রমণের নিন্দা-প্রতিবাদ জানিয়ে ২০৫ নাগরিকের বিবৃতি      
গ্রামবাংলা
বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল হামলায় আহত ৪
মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর)
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৯ পিএম  (ভিজিটর : ১৯২)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তের ককটেল হামলায় উপজেলা ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদকসহ আহত হয়েছেন চার জন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় পৌর শহরের ছোট যমুনা ব্রীজের পূর্ব পার্শে¦ ফুলবাড়ী ডায়াবেটিক সেন্টারের সামনে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচীর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফুলবাড়ী উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের বাসষ্ট্যান্ড দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে ফেরার পথে শহরের ছোট যমুনা ব্রীজের পূর্ব পাশে। ফুলবাড়ী ডায়াবেটিক সেন্টারের সামনে সন্ধ্যা সোয়া ৭টায় মিছিল লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল ছুড়ে মারে। এতে তিনটি ককটেল বিষ্ফোরিত হয়। এসময় ককটেলের আঘাতে আহত হন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাদত হোসেন সাহাজুল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাহেদ ইসলাম ও যুব নেতা নূরনবী। এসময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং আহত নেতাকর্মীদের উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদকের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরও তিনটি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরে এই ঘটনার প্রতিবাদে রাত সোয়া ৮টায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করে পৌর শহর প্রদক্ষিণ করে।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিক জানান, আওয়ামী লীগের লিফলেট বিরতরণ কর্মসূচীর প্রতিবাদে আমরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে পৌর শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে ফিরছিলাম। এসময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও দোসররা আমাদের মিছিলে ৬টি ককটেল নিক্ষেপ করে। এতে তিনটি ককটেল বিষ্ফোরণ হলেও বাকি তিনটি ককটেল অক্ষত থাকে। এসময় ককটেলের আঘাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাদত হোসেন সাহাজুলসহ ৪ জন নেতাকর্মী আহত হয়। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীসহ দোসরদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানাচ্ছি। এঘটনায় কোন কর্মসূচী আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরবর্তীতে নেতাকর্মীদের সাথে আলোচনা করে কর্মসূচী জানানো হবে।

ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নবিউল ইসলাম জানান, এই ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘৃণা জানাচ্ছি। একই সাথে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে অবিস্ফোরিত ৩টি ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

কেকে/এজে




মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন, প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক
রোগীর ‘গলা কেটে’ ডাক্তারের উপহার
পরিচয় লুকিয়ে আন্দোলন উসকাচ্ছে পতিত শক্তি
আজ থেকে শুরু বিএনপির দেশব্যাপী সমাবেশ
বাজছে নির্বাচনি দামামা

সর্বাধিক পঠিত

বাহুবলে ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
বহিষ্কার হলেন অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদ হাসান জজ মিয়া
ডেভিল হান্ট অভিযানে সিরাজগঞ্জে গ্রেফতার ১০
ছুটি কাটিয়ে আর কর্মস্থলে ফিরেনি এডিসি আখতার
সুন্দরগঞ্জ হাসপাতালে দীর্ঘদিন পর চালু হলো আল্ট্রাসনোগ্রাম ও এক্স-রে সেবা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝