পাখি ডাকে ভোরের সুরে, নতুন দিনের গান,
শুভ জন্মদিন আজ, আনন্দিত প্রাণ।
সোনালি রোদ হাসছে খুশি, মিষ্টি হাওয়ার ছোঁয়া,
আকাশ ভরা নীলের মাঝে রঙিন স্বপ্ন বাওয়া।
হঠাৎ দরজায় টকটক শব্দ, কে যেন আসে,
বন্ধুদের হাসির ঝলক, আনন্দ হাসে।
রঙিন বেলুন, ফুলের মালা, সাজানো ঘর,
শুভেচ্ছার বন্যায় ভেসে যায় অন্তর।
হাতে হাতে উপহার, রঙিন মোড়কে বাঁধা,
ভালোবাসার গল্প লেখা প্রতিটি কাগজে বাঁধা।
চকলেট, খেলনা, ছোট্ট কার্ডে লেখা বার্তা,
তোমার জন্য শুভ কামনা, থাকো আনন্দভারতা!
মোমবাতিতে জ্বলছে আলো, চারপাশ হাসে,
জন্মদিনের কেকের গন্ধ, খুশিতে আকাশ ভাসে।
সবাই গাইছে, শুভ জন্মদিন! থাকো ভালো,
হাসিমুখে কেক কাটছ তুমি, সময় যেন আলো।
মা-বাবার চোখে হাসি, আশীর্বাদের ছোঁয়া,
তাদের স্পর্শে ভালোবাসা, নরম মমতার মোয়া।
শুভেচ্ছা আসছে দূর-দূরান্ত থেকে,
ভালোবাসায় ঘেরা তুমি, আশীর্বাদ রইল বুকে।
সূর্য ডোবে, সন্ধ্যা নামে, আলো জ্বলে চারিদিক,
আকাশ জুড়ে রঙিন তারা, মুগ্ধতায় ভাসে দিক।
দিন শেষে মনটা খুশি, ছিল অনেক মজা,
শুভ জন্মদিনের স্মৃতি রবে হৃদয়ে সাজা।
তোমার জীবন হোক রঙিন, স্বপ্ন দিয়ে গড়া,
ভালোবাসায় কাটুক দিন, থাকুক শান্তি-ভরা।
শুভ জন্মদিন, প্রিয়জন, থাকো সুখে সদা,
আনন্দে ভরে উঠুক তোমার হৃদয়-মনে সর্বদা।
লেখক: মো. সাদ্দাম হোসেইন
প্রভাষক, জীববিজ্ঞান
চরকালেখান আদর্শ কলেজ, মুলাদী, বরিশাল।
পরিচালক,
দিনাজপুর আইটি -১৩২২৩
লেখক ও প্রকাশক
নিজেই শিখুন কম্পিউটার অফিস এপ্লিকেশন
কেকে/এআর