বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫,
৩০ মাঘ ১৪৩১
বাংলা English

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: রোগীর ‘গলা কেটে’ ডাক্তারের উপহার      পরিচয় লুকিয়ে আন্দোলন উসকাচ্ছে পতিত শক্তি      আজ থেকে শুরু বিএনপির দেশব্যাপী সমাবেশ      বাজছে নির্বাচনি দামামা      আকাশপথের ভাড়া নিয়ে বিমান মন্ত্রণালয়ের পরিপত্র জারি      নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে সরকার: আসিফ মাহমুদ      সব্যসাচী স্টলে আক্রমণের নিন্দা-প্রতিবাদ জানিয়ে ২০৫ নাগরিকের বিবৃতি      
খোলাকাগজ স্পেশাল
স্বার্থ নিয়েই ব্যস্ত সবাই
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৫৬ এএম আপডেট: ০১.০২.২০২৫ ১১:২৪ এএম  (ভিজিটর : ১২৮)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

গত বছরের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। ফলে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছর শাসনের অবসান ঘটে। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও পূরণ হয়নি উল্লেখযোগ্য জন-আকাক্ষা। 

অন্যদিকে, আওয়ামী সরকার পতনের পর দেশে গণতান্ত্রিক রাজনীতি চর্চা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ঐক্যেও দিনদিন কমছে। রাজনৈতিক দল কিংবা বৈষম্যবিরোধী আন্দোলন সবখানেই জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এখন প্রশ্নবিদ্ধ। গণঅভ্যুত্থানপরবর্তী হাসিনাবিরোধী রাজনৈতিক দলগুলো নতুনভাবে নিজেদের সংগঠিত করার চেষ্টা করলেও বিভক্তি, ক্ষমতার লড়াই ও সঠিক নেতৃত্ব সংকট বাধা হয়ে দাঁড়িয়েছে। দখলদারিত্ব, চাঁদাবাজি ও অভ্যন্তরীণ কোন্দল থেকে এখনো পুরোপুরি বের হতে পারছে না বিএনপি। এরই মধ্যে নানা অভিযোগে সারা দেশে বহিষ্কার করা হয়েছে দলটির ১২০০ নেতাকর্মীকে। 
এছাড়া বিতর্কের চাপে রাজনীতিতে এখনো ধরাশয়ী জামায়াতে ইসলামী। বাকি ইসলামী দলগুলোও এখনো সেই পুরোনো ধারায় নিজেদের ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। রাজনৈতিক অনিশ্চয়তায় ভুগছে জাতীয় পার্টি। 

এদিকে, সাধারণ জনগণের প্রত্যাশা ছিল গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে নতুন ধারা আসবে। কিন্তু দেখা যাচ্ছে, দলগুলোর দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলা রাজনীতিকে আরো অগোছালো করে তুলছে। 
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 'যদি দলগুলো দ্রুত সংগঠিত হতে না পারে এবং অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হয়; তাহলে বাংলাদেশ আরো গভীর রাজনৈতিক সংকটে পড়তে পারে।'

নানা ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ফিকে হয়ে আসছে। রাজনৈতিক দলগুলো ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দল দেশের নতুন করে এক ধরনের অস্থিরতা তৈরি করছে। দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দল ও বৈষম্যবিরোধী পরিচয়ে চাঁদাবাজিসহ নানা অভিযোগ উঠেছে। 

এছাড়া নেতৃত্বের লড়াই এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একের পর এক হামলা-সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় নেতাদেরও অবাঞ্ছিত ঘোষণা করার খরব পাওয়া গেছে। গত শুক্রবার রাজশাহীতে সদ্যঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর ও জেলা কমিটি বাতিল করার দাবি জানিয়েছে একদল শিক্ষার্থী। 

এছাড়াও কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মারকেও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে তারা এসব ঘোষণা দেন এবং নতুন কমিটি গঠনের দাবি জানান।  

এতে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী জুবায়ের রশিদ। লিখিত বক্তব্যে জুবায়ের বলেন, গত ১০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজশাহীর শিক্ষার্থী ও জনসাধারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যানারে রাজপথে লড়াই করেছে, দুঃশাসনের বিরুদ্ধে অকুতোভয় প্রতিরোধ গড়ে তুলেছে। এ আন্দোলনে রাজশাহীর গর্বিত দুই কৃতী সন্তান আলী রায়হান ও সাকিব আঞ্জুম নিজেদের জীবন উৎসর্গ করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে আমরা লক্ষ্য করছি। একটি স্বার্থান্বেষী মহল জুলাই বিপ্লবের প্রকৃত নায়কদের মাইনাস করে, ৫ আগস্টের পর সুবিধাভোগী কিছু অনুপ্রবেশকারীর মাধ্যমে প্রহসনের ‘পকেট কমিটি’ গঠন করেছে। 

জুবায়েরের দাবি, এ কমিটিগুলোতে প্রকৃত আন্দোলনের সাহসী, বিপ্লবী এবং নির্ভরযোগ্য নেতৃত্বকে বাদ দিয়ে আন্দোলনের চেতনাবিরোধী, বহিরাগত ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। আন্দোলনবিরোধী এসব ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠান ও বাজারে চাঁদাবাজি, ক্ষমতার দখল এবং সুবিধা নেওয়ার অভিযোগে অভিযুক্ত।

অভিযোগের বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার গণমাধ্যমকে বলেন, এ কমিটি করার ব্যাপারে তাদের কোনো হাত নেই। এটা কেন্দ্র যাচাই-বাছাই করে করেছে। আন্দোলনের মাঠে যারা ত্যাগী, তাদেরই রাখা হয়েছে। অবাঞ্ছিত কতবারই তো করা হয়েছে। আজ যারা সংবাদ সম্মেলন করেছেন, তারা অধিকাংশই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। সুতরাং এটা কেন করা হলো, তা নিয়ে কারো সংশয় থাকার কথা নয়। 

বিএনপি ও জামায়াত এক সময় মিত্র সংগঠন হিসেবেই কাজ করেছে। সাম্প্রতিক সময়ে এ দুই দলের মধ্যে সম্পর্কের টানাপোড়েন নতুন আলোচনার জন্ম দিয়েছে। এক সময়ের রাজনৈতিক মিত্র এই দুই দলের নেতাকর্মীদের বিভিন্ন বক্তব্যে দূরত্ব এখন দৃশ্যমান। অতিসম্প্রতি বিএনপি নেতাদের জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডের কঠোর সমালোচনার পর তাদের মতবিরোধ প্রকাশ্যে আসে। আর এ বিষয়টি নিয়ে সাধারণ নাগরিক থেকে শুরু করে বিশিষ্টজনরাও করছেন নানা ব্যাখ্যা-বিশ্লেষণ। কেউ বলছেন এটি রাজনৈতিক কৌশল, আবার অনেকের মতে এটি অভ্যন্তরীণ দ্বন্দ্ব। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত একটি স্বাধীন রাজনৈতিক অবস্থান তৈরি করতে চাইছে, যা তাদের সমর্থকদের চাঙ্গা করবে। আবার অনেকের ভাষ্য, বিএনপি আন্তর্জাতিক ও স্থানীয়ভাবে নিজেদের একটি উদারপন্থি দলের চেহারা দেখাতে চায়। তাই এটিকে কৌশল বলাটাও উচিত হবে না। ফলে এটিকে তারা অভ্যন্তরীণ দ্বন্দ্ব হিসেবেই দেখছেন।

বিএনপির দলাদলিকে কাজে লাগিয়ে দলীয় নানা দ্বন্দ্বসহ বিভিন্ন ইস্যুভিত্তিক ঘটনাকে উসকে দেওয়ার লক্ষ্যে ফেসবুকে নিজ ও ভুয়া আইডি দিয়ে তা প্রচার করছে আওয়ামী লীগ। এমনকি তৃণমূল পর্যায়ে উসকানিমূলক নানা বার্তা, ভুয়া নিউজ ছড়িয়ে দেওয়ার জন্য উৎসাহ জোগাচ্ছে। একইসঙ্গে ওই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশের অভ্যন্তরে আত্মগোপনে থাকা দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের মাঠপর্যায়ের নেতারা সক্রিয় রয়েছেন। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নানা বার্তা ফেসবুকে প্রচার করছেন তারা।

সম্প্রতি বিদেশে অবস্থান করা সহযোগী সংগঠনের এক নেতার সঙ্গে শেখ হাসিনার অনেক অডিও বার্তা প্রকাশ পায়। ওই বার্তাটি আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীর মধ্যে বিরাট উৎসাহ জোগায়। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর গা ঢাকা দেওয়া অনেক নেতারা প্রকাশ্যে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা অন্তর্বর্তী সরকারের বিপক্ষে নানা বিষোদগার প্রকাশ করে তা প্রচার শুরু করে। এসব অডিও ভিডিও বার্তায় উৎসাহিত হয়ে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বিএনপি ও জামায়াতের নেতাকর্মী এবং বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ গ্রহণকারী ছাত্রদের ওপর চড়াও হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। 

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  ড. মুহাম্মদ ইউনূস   শেখ হাসিনা   আওয়ামী লীগ   জামায়াতে ইসলামী   বিএনপি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন, প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক
রোগীর ‘গলা কেটে’ ডাক্তারের উপহার
পরিচয় লুকিয়ে আন্দোলন উসকাচ্ছে পতিত শক্তি
আজ থেকে শুরু বিএনপির দেশব্যাপী সমাবেশ
বাজছে নির্বাচনি দামামা

সর্বাধিক পঠিত

বাহুবলে ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
বহিষ্কার হলেন অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদ হাসান জজ মিয়া
ডেভিল হান্ট অভিযানে সিরাজগঞ্জে গ্রেফতার ১০
ছুটি কাটিয়ে আর কর্মস্থলে ফিরেনি এডিসি আখতার
সুন্দরগঞ্জ হাসপাতালে দীর্ঘদিন পর চালু হলো আল্ট্রাসনোগ্রাম ও এক্স-রে সেবা
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝