অবশেষে মৌসুমি রাজনৈতিক জসীম মাস্টারের কবল থেকে নদী দখল করে অবৈধভাবে বানানো মাছের ঘের উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন।
রোববার (২ নভেম্বর) দুপুরে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের কালাইনগর গ্রামের তিতাস নদীতে সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে এটি উদ্ধার করা হয়।
অভিযানে অভিযুক্ত পক্ষের কাউকে পাওয়া যায়নি। এ সময় উপস্থিত গ্রামবাসীর সহযোগিতায় নিষিদ্ধ ঘেরের বাঁশ কেটে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।
অভিযানে বাঞ্ছারামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদা আক্তার উপস্থিত ছিলেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানে অভিযুক্ত জসীম মাস্টারে পক্ষের কাউকে পাওয়া যায়নি বলে জানা গেছে।
উল্লেখ্য, আওয়ামী লীগের আমল থেকে স্থানীয় একটি স্কুলের শিক্ষক ও আওয়ামী লীগ নেতা প্রায় ১ কিলোমিটার দীর্ঘ তিতাস নদীর উপর অবৈধ মাছের ঘের দখল করে মাছ শিকার করে লাখ লাখ টাকা কামান। যেখানে এলাকার কাউকে আর মাছ ধরতে দেওয়া হতো না। প্রতিবাদ করলে প্রতিবাদকারীদের উপর হামলা হতো বলে গত সপ্তাহে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেয় এলাকাবাসী। অভিযোগ দেওয়ার পরই দখলদার ও অভিযুক্ত জসীম মাস্টার ফেসবুকে আওয়ামী লীগের নেতা নয়, তিনি ৩৫ বছর ধরে জামায়াতের রাজনীতির সাথে যুক্ত- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলেও উপজেলা জামায়াত ইসলামের আমীর সেটি নাকচ করলে তিনি এলাকাবাসীর তোপের মুখে পড়েন। পরবর্তী ওয়ার্ড বিএনপির নেতা জাকির হোসেনকে জসীম মাস্টারের লোকজন মারধোর করে হাত-পা বেঁধে কবরস্থানে ফেলে রাখে বলে থানায় অভিযোগ করা হয়। এ নিয়ে উপজেলা বিএনপি তীব্র প্রতিবাদ জানায় ও বিক্ষোভ করে।
তারই পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে প্রভাবশালী জসীম মাস্টারের কোটি টাকার মাছের ঘের ভেঙে দিয়ে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দিলো তিতাস নদী।
উল্লেখ্য, এই নিয়ে দৈনিক খোলা কাগজ গত ১১ অক্টোবর প্রতিবেদন প্রকাশ করে।
কেকে/ এমএ