কুড়িগ্রামের উলিপুরে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কনসালটেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রভাতী প্রকল্পের ডিজিএম কম্পোনেন্টের উদ্যোগে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
নিতাই চন্দ্র পোদ্দারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। এছাড়া প্রভাতী প্রকল্পের আসিফ মাহমুদ ও ওয়াদুদুর রহমান এতে বক্তব্য দেন।
কেকে/ আরআই