‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহু পাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’- এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত টেকাব-দ্বিতীয় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে দুই মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয় প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথ আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফোরকান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক আব্দুর রশিদ খান। বিশেষ অতিথি ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. হারুন অর রশিদ।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম তাহের ইকবাল, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল হালিম, মো. ফারুক আহমেদ রিজভী।
মোট ৪০ জন প্রশিক্ষণার্থী ১০ জন করে প্রতি ব্যাজে মোট ৪ ব্যাজে ২ ঘন্টা করে মোট ৮ ঘন্টা প্রশিক্ষণ গ্রহণ করবে। প্রত্যেক প্রশিক্ষণার্থীদের দৈনিক ২০০ টাকা করে ভাতা দেওয়া হবে। মোট ৪৪ দিন প্রশিক্ষণ কর্মশালা চলবে। প্রশিক্ষণ শেষে ৩০০ মার্কের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সার্টিফিকেট দেওয়া হবে।
উল্লেখ্য, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক দ্বিতীয় পর্যায় ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের জন্য ৪০ জনের বিপরীতে ১২৮ জন আবেদন করে। পরে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ৪০ জনকে নির্বাচিত হয়।
কেকে/ এমএ