শেরপুরের নালিতাবাড়ীতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মশিউর রহমান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে নালিতাবাড়ী উপজেলায় মোট ৩,৪৪০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হবে। এর মধ্যে—৩,২০০ জন কৃষক প্রতি জন ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ২০০ জন কৃষক প্রতি জন ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ৩০ জন কৃষক প্রতি জন ১ কেজি শীতকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ১০ জন কৃষক প্রতি জন ৫ কেজি মসুর বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার পাবেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
কেকে/ আরআই