রংপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা মার্কা) প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছে নেতাকর্মীরা।
রোববার (২ নভেম্বর) সকালে রংপুরের গঙ্গাচড়া উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ কার্যালয়ে অনুষ্ঠিত
যৌথসভায় ঐক্যবদ্ধ হন নেতাকর্মীরা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলার সভাপতি আনিচুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি ইউনুছ আলীর সঞ্চালনায় কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয় সভা।
সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা সহসভাপতি মুফতী মাহবুবুর রহমান, সহসভাপতি মাওলানা আজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক কারী রবিউল ইসলাম, দীনি সংগঠন গঙ্গাচড়া ইউনিয়ন সভাপতি মাওলানা আমিনুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন সহসভাপতি মাওলানা আবু সায়েম, সেক্রেটারি আবুল হাসান, সহ-সেক্রেটারি মোকছেদুল ইসলাম, ইসলামী আন্দোলন গঙ্গাচড়া ইউনিয়ন সেক্রেটারি রুহুল আমিন, কোলকোন্দ ইউনিয়ন সেক্রেটারি মতিয়ার রহমান, আলমবিদিতর ইউনিয়ন ইসলামী আন্দোলন সেক্রেটারি মো. জিল্লুর রহমান, নোহালী ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল মজিদ, বরবিল ইউনিয়ন সেক্রেটারি আসাদুল হক, গঙ্গাচড়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, ওয়ার্ড সভাপতি মো. সুলতান মিয়া, সেক্রেটারি জামিলুর রহমান।
সভায় বক্তারা বলেন, ‘রংপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী এটিএম গোলাম মোস্তফা বাবু জনপ্রিয়। এছাড়া যেকোনো সময়ের তুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর-১ আসনে বর্তমানে শক্তিশালী। জোটগতভাবে হোক আর এককভাবে হোক—তিনি প্রার্থী থাকলে আমরা তাকে বিজয়ী করতে পারব।’
কেকে/ এমএ