রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকায় পদ্মা নদীর পাড়ে মিথেন গ্যাসের উল্লেখযোগ্য উপস্থিতি সনাক্ত করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-এর একটি দল নদীপাড়ে গ্যাস ডিটেক্টর ব্যবহার করে এই গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেছে।
বাপেক্স দল প্রেমতলী এলাকায় তাদের অনুসন্ধানে অন্তত অর্ধশত স্থান থেকে গ্যাসের বুদবুদ উঠতে দেখেছে। তারা বুদবুদের স্থানগুলো থেকে ৩ বোতল মিথেন গ্যাস সংগ্রহ করেছেন পরীক্ষার জন্য। নদীর অপর তীরে গবেষকরা আরও কয়েকটি স্থানে গ্যাসের বুদবুদের উপস্থিতি লক্ষ্য করেছেন।
বাপেক্স জানায়, এই মিথেন গ্যাসের উপস্থিতি স্থানীয় পরিবেশে কি ধরনের প্রভাব ফেলবে এবং এর সম্ভাব্য উৎস কী, তা নিয়ে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন।
কেকে/বি