বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পৌর এলাকার বাজার, প্রধান প্রধান সড়ক, অফিসপাড়ায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত কর্মসূচিতে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সহ-সভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
কর্মসূচিতে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।
লিফলেট বিতরণ কার্যক্রমের সময় কৃষিবিদ পলাশ বলেন, ‘তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে আনার রূপরেখা। আমরা মাঠে নেমেছি এই দফাগুলো বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে। আমাদের বাঞ্ছারামপুর উপজেলা উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে আছে। শিক্ষা, যোগাযোগ, চিকিৎসা সব দিক দিয়েই অনেক কাজ করতে হবে। আমরা একটা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সর্বস্তরের মানুষের নাগরিক অধিকার রক্ষা হবে। সেই লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি সারাদেশে কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘জনগণ আজ পরিবর্তন চায়। বিএনপির ৩১ দফা হচ্ছে সেই পরিবর্তনের প্রতিশ্রুতি। যেখানে থাকবে সুশাসন, জবাবদিহিতা ও জনগণের সরকার প্রতিষ্ঠার স্বপ্ন।’
লিফলেট বিতরণের সময় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকে বিএনপির কর্মসূচির প্রতি সমর্থন জানায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন।
লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন উপজেলা, জেলা বিএনপি সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মহসিন, বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, জেলা বিএনপি সদস্য ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক ছালে মুছা, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হারুন আকাশ, পৌর বিএনপি সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামি, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক রুস্তম আলী, বিএনপি সহ-ছাত্রবিষয়ক সম্পাদক আবু কালাম, মহিলা দলের তানিয়া আক্তার রুমা, বিউটি আক্তার, মিলি প্রমূখ।
কেকে/বি