রোববার, ২ নভেম্বর ২০২৫,
১৮ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ২ নভেম্বর ২০২৫
শিরোনাম: বাড্ডায় বাসা থেকে দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার      অবশেষে শাপলা কলিতে রাজি এনসিপি      জাতীয় নির্বাচনের পর হবে বিশ্ব ইজতেমা : ধর্ম উপদেষ্টা      হানিফ-ইনুসহ চার জনের গ্রেফতারি পরোয়ানা      ২১ দিন ধরে অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ি শিক্ষকরা      জামায়াতের সুর এনসিপির কণ্ঠে      সরকারকে আর ছাড় দেবে না বিএনপি      
দেশজুড়ে
মাদকের বিনিময়ে সার পাচারকালে আটক ৯
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ১১:৫৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মায়ানমার থেকে মাদকের বিনিময়ে সারসহ বাংলাদেশি পণ্য পাচারকালে ৯ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত ৩টি বোট ও প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকার রাসায়নিক সার জব্দ করা হয়।

শনিবার (১ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে মায়ানমার থেকে ইয়াবা, বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশে আনতে যাচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক নোয়াখালীর হাতিয়া থানাধীন সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক ৩টি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা ১,১৯৪ বস্তা রাসায়নিক সারসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়। সারগুলোর বাজার মূল্য প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকা।

আটককৃতরা হলেন, কক্সবাজারের পিত্তমখালী গ্রামের আব্দুল বারেকের ছেলে আবুল কাশেম (৪৫), সন্দীপ উপজেলার উরিরচর এলাকার মুন্সি মাঝির ছেলে মো. সালাউদ্দিন (২৮), চট্টগ্রাম খুলশী থানার দামপাড়া টাইগার পাস এলাকার আব্দুর রহিমের ছেলে মো. সোহেল (৩৫), নোয়াখালী হাতিয়া উপজেলার সূর্যমুখী শূন্যের চর গ্রামের মৃত. মোজাম্মেল হোসেনের ছেলে মো. বাহার (৫৭), ঢাকা দোহার উপজেলার মেথুলা বাজার দক্ষিণ শিমুলিয়া গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে মো. আক্তার হোসেন (২৮), লক্ষ্মীপুর সদর উপজেলার আঠিয়া তলি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন (৩৭), ফেনী সদর উপজেলার ফাজিলপুর গ্রামের সালেহ আহাম্মদের ছেলে মো. সাহেল (২৮), পিরোজপুর নেছারাবাদ (স্বরূপকাঠি) রাজাবাড়ী গ্রামের নুরুল হুদার ছেলে মো. নেছার উদ্দিন (৩৭) ও তার ছেলে মো. সম্রাট মিয়া (১৬)।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান, মাদক ও অবৈধ বাণিজ্য রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/বি

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সিরাজগঞ্জে গ্রামীণ ডানোন ফুডস উদ্বোধন করল ‘মিল্ক ফর স্কুল’ প্রোগ্রাম-২
জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
চাটখিলে ১৬ হাফেজকে সম্মাননা প্রদান
বান্দরবানে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন
বাড্ডায় বাসা থেকে দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার

সর্বাধিক পঠিত

পান ব্যবসায়ের আড়ালে মাদক কারবার!
প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রেমিক খুন
সাভার থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
কালাইয়ে বৃষ্টিতে নুয়ে পড়েছে ধানগাছ, দুশ্চিন্তায় কৃষকরা
রংপুর-১ আসনে হাতপাখার প্রার্থীকে জয়ী করতে ঐক্যবদ্ধ নেতাকর্মীরা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close