‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’-এ প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।
উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা মাল্টিপারপারস হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেনন উপজেলা সমবায় অফিসার আফতাবুজ্জামান চয়ন।
উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক জীবন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান আখেরুজ্জামান মিলন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হাসানুজ্জামান, গঙ্গাচড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, ভুটকা দুগ্ধ ও মাংস উৎপাদনকারী সমবায় সমিতি লিমিডের সভাপতি আব্দুল মজিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া শাখার সদস্য সচিব ইউনুস আলী, সমবায়ী সোবহানা বেগম, নুর ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ‘বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’
কেকে/এমএ