গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে অবস্থিত ডায়মন্ড এগ লিমিটেড নামের পোল্ট্রি ফার্মে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীমের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ, প্রাণিসম্পদ অধিদপ্তর ও কলকারখানা অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. তামান্না তাসনীম বলেন, কোনো ধরনের বৈধতা না থাকা সত্ত্বেও ডায়মন্ড পোল্ট্রি এগ্ লিমিটেড দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিল। মুরগীর বিষ্ঠা ও বর্জ্য অপসারণের জন্য কোনো ব্যবস্থাপনা না থাকা, আশপাশের পরিবেশ ও জনজীবন হুমকিতে থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে বৈধ লাইসেন্স পাওয়ার জন্য প্রতিষ্ঠানটি ১৭টি শর্তাবলীর মধ্যে ৮টি শর্তও পূরণ করতে পারেনি। পশুরোগ আইন ২০০৫ ও পশুরোগ বিধিমালা ২০০৮ এর আওতায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিষ্ঠা ব্যবহার করে জৈব সার তৈরির পর বিপুল পরিমাণ বর্জ্য আশপাশে ফেলে দীর্ঘদিন যাবত পরিবেশ দূষণ করছে বলে তাদের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ ছিল।
পরিবেশ অধিদপ্তরের ১৯৯৫ বিধিমালার সংশোধিত ২০১০ ধারার আলোকে জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া ডায়মন্ড পোল্ট্রি লিমিটেডে অসংখ্য কম বয়সের শিশুদের কাজে নিয়োজিত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযান পরিচালনায় বেশকিছু শিশু শ্রমিক উদ্ধার করা হয়েছে। কলকারখানা অধিদপ্তরের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায়।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমান, পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর রাকিবুল হাসান, কলকারখানা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (সাধারণ) মো. রবিউল ইসলাম বাঁধন, ডায়মন্ড এগ্ পোল্ট্রি লিমিটেডের ডিজিএম মো. আমিনুল ইসলাম, সিনিয়র এজিএম সোহেল রানা বাবু, ফার্ম ব্যবস্থাপক মো. মোশারফ হোসেন প্রমুখ।
কেকে/বি