শব্দ দূষণ রোধে ঢাকা জেলার সাভার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ।
আশিক আহমেদ বলেন, ‘মহাসড়কে পরিবেশ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর কঠোর হয়েছে। এর অংশ হিসেবে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বলিয়ারপুর এলাকায় শব্দ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে শব্দ দূষণের দায়ে সাতটি পরিবহনকে নগদ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।’
এছাড়া, উন্মুক্তভাবে মহাসড়কে ট্রাকে করে বালি বহনের অভিযোগে তিনটি ট্রাক জব্দ করা হয়।
কেকে/ এমএ