শ্রীপুরে পরিবেশ দূষণ ও বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে শ্রীপুর উপজেলা নদী পরিব্রাজক দল ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় সঞ্চালকের দায়িত্বে ছিলেন শ্রীপুর উপজেলা নদী পরিব্রাজক দলের সভাপতি সাঈদ চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ। প্রধান অতিথি ছিলেন গাজীপুর পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবেদ সাদেক।
এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহের সাবেক বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান মকুল, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আরেফিন বাদল, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সভায় বরেণ্য অতিথির বক্তব্যে সাবেক বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান মুকুল বলেন, ‘পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ দৃশ্যমান বর্জ্য। পরিবেশ রক্ষা করতে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিকসহ সবাইকে এগিয়ে আসতে হবে। বেশি বেশি গাছ লাগাতে হবে এবং শ্রীপুরকে পরিবেশবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে হবে।’
প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবেদ সাদেক বলেন, ‘পরিবেশ রক্ষা কার্যক্রমে আমরা সর্বদা পাশে আছি। পরিবেশ বিনষ্ট করছে এমন কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা আমাদের অবগত করবেন, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।’
শিল্প দূষণ নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ ও বনায়ন বৃদ্ধি, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, পরিবেশবান্ধব যানবাহন ও সবুজ বনায়ন উৎসাহিত করা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির বিষয়ে সভায় আলোচনা করা হয়।
কেকে/ এমএস